Pages

কিয়ামতের আলামত সম্পর্কে ১৪৫০ বছর আগে এমন কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং তা আজ এত নিখুতভাবে বাস্তবায়িত হচ্ছে যে ভাবলেও গা শিউরে ওঠে।

Wednesday, 29 June 2016



কিয়ামতের আলামত সম্পর্কে ১৪৫০ বছর আগে এমন কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং তা আজ এত নিখুতভাবে বাস্তবায়িত হচ্ছে যে ভাবলেও গা শিউরে ওঠে। (বিমূর্ত) এরকম ১০টি ভবিষ্যদ্বাণীঃ-

১) জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরে প্রতিযোগিতা করবে। (উল্লেখ্য, বর্তমান পৃথিবীতে সবচেয়ে উচু যে ১০০ টি টাওয়ার রয়েছে গত ৩০-৪০ বছর আগেও তার কোনটারই অস্তিত্ব ছিল না)।

২) দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতিদ্রুত ও সহজ হয়ে যাবে। সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। (তথ্য প্রযুক্তির এই যুগে সময় কতটা দ্রুত বয়ে যায় তা ফেসবুকে একবার লগ ইন করলেই বুঝা যায়)।


৩) মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ হবে কিন্তু তা আল্লাহর জিকির থেকে বিরাণ হবে। লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে, নিজেদের মধ্যে আলিশান মসজিদ নির্মান করার প্রতিযোগীতা করবে। (আপনার আশেপাশে তাকালেই এর সত্যতা দেখতে পাবেন।)

৪) দাসী তার মালিকের জন্ম দিবে অর্থ্যাৎ সন্তান তার মায়ের সাথে চাকরানীর মত ব্যবহার করবে (এমন ঘটনা আজ অহরহ ঘটছে। কিছুদিন আগেই এক ছেলে তার মাকে গোয়াল ঘরে বেধে রেখেছিলো এরকম একটা খবর পড়েছিলাম)

৫) মানুষ তার সন্তানের চাইতে কুকুর লালন পালনকে বেশি প্রাধান্য দিবে। (পাশ্চাত্বে এটি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, কিছুদিন আগে এমনটাও শুনলাম এক ব্যক্তি মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি পোষা কুকুরের নামে লিখে দিয়ে গেছে।)

৬) মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে (প্রত্যেকটা ক্ষেত্রে আজ বিশ্বাসের অভাব পরিলক্ষিত হচ্ছে। কেউ কাউকে বিশ্বাস করছে না, বাজারে গিয়ে কোন দোকানদারকে বিশ্বাস করা যাচ্ছে না যে সে তার দ্রব্যে ফরমালিন মিশ্রিত করেনি বা ওজনে ঠিক দিচ্ছে কিনা)

৭) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে (এটা বাস্তবায়িত হচ্ছে, বিশেষ করে পাশ্চাত্যে তো মানুষ বাবা-মায়েরই খোজখবর ঠিকমত নেয় না, আত্মীয় স্বজন তো অনেক আগেই পর করে দিয়েছে। এই সংস্কৃতি ক্রমেই সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে।

৮ ) মহিলাদের জন্য এমন পোষাক আবিস্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে (কতটুকু সত্য তা মনে হয় ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই।) বেশি না মাত্র এক শতাব্দী আগেও আজকের মত এত নোংরা ও অশ্লীল পোশাকের প্রচলন ছিল না।

৯ ) বেপরোয়া সুদ খাওয়ার প্রচলন শুরু হবে, ব্যাপকভাবে জারজ সন্তানের প্রাদুর্ভাব ঘটবে। (সুদ থেকে পুরোপুরি মুক্ত এমন মানুষ আজকের পৃথিবীতে বিরল)।

১০) গান বাজনা এবং বাদ্যযন্ত্র ব্যাপক প্রসার লাভ করবে এবং তা জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যাবে (মন্তব্য নিষ্প্রয়োজন)

0 comments:

Post a Comment

 
 
Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Blog templatesFree Web Templates