
এক যুবক ফেসবুকে এক যুবতীকে উত্যক্ত করার মনস্থ করলো। এ উদ্দেশ্যে যুবকটি মেয়েটির ইনবক্সে অশালীন বক্তব্য সম্বলিত একটি ম্যাসেজ পাঠায়। ম্যাসেজটি পড়ে যুবতী তার কাছে ফিরতি ম্যাসেজ পাঠায় ঠিক এভাবে ……
“আসসালামু আলাইকুম,
প্রিয় ভাই! আমি আপনার ম্যাসেজ পেয়েছি।
ম্যাসেজটি পড়ে মনে হল আপনি আমাকে চিনতে পারেননি।
আমি হলাম বিবি হাওয়া। আমাকে আপনার পাঁজর থেকেই সৃষ্টি করা হয়েছে। আমি আপনার অর্ধাংশ। আমি জান্নাতে আপনার সঙ্গি ছিলাম।
তারপর আল্লাহ পাক যখন আপনাকে পৃথিবীর খলিফা বানিয়ে একাকী পাঠান, তখনও আমিই ছিলাম আপনার সাথি।
এরপর থেকে পৃথিবীতে আমি আপনার মা, আমি আপনার বোন, আমি আপনার কন্যা, আমি আপনার স্ত্রী হিসেবে আপনার ঘরের ব্যবস্থাপনা, আপনাকে চিন্তামুক্ত রাখা এবং আপনার শান্তি ও প্রশান্তি বিধানের সার্বিক দায়িত্ব আমি পালন করে আসছি।
আমি নারী, প্রচণ্ড শক্তিশালী। আপনাকে এবং গোটা মানবজাতিকে আমি গর্ভে ধারণ করেছি, দুধপান করিয়েছি, প্রতিপালন করেছি, গড়ে তুলেছি।
আমি মরিয়ম, আমি খাদিজা, আমি আয়েশা, আমি ফাতিমা। আমি নবীদেরও মা, নবীদের স্ত্রীও এবং নবীদের কন্যা। আমি যখন আপনার মা, আমার পদতলে আপনার জান্নাত। আল্লাহ পাক আপনাকে আমার অভিভাবক বানিয়েছেন। আপনাকে আল্লাহর রাসূল (সাঃ) অসিয়ত করেছেন, “নারীদের সাথে উত্তম আচরণ করো।মনে রাখবেন, জান্নাত আমার খুবই নিকটে। প্রিয় রসূল (সাঃ) বলেছেনঃ “নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের রোজা পালন করে, সকল পজেটিভ (বৈধ) কাজে স্বামীর আনুগত্য করে এবং তার যৌন জীবনকে হেফাজত করে, তবে
জান্নাতের দরজা তার জন্যে উন্মুক্ত।” আমি নারী, আমি যদি পুণ্যবতী হই, তবে হাজার পুরুষের চাইতে আমি উত্তম।
আপনি যদি বিনোদন করতে চান, তবে ফেসবুকে অনেক বিনোদন আইডি আছে, সেখানে আপনার লালসা পূরণের মেয়েরা
আছে, সেখানে ক্লিক করুন।
আর আমি ? হ্যাঁ,আমি এবং আমার মতো আরও অনেক মেয়ে আছে, আমরা ফেসবুকে এসেছি যুব সমাজকে আল্লাহর দিকে আহ্বান জানাতে, তাদের কাছে রাসূলের (সাঃ) বার্তা পৌঁছে দিতে, তাদেরকে রাসূলের (সাঃ) উত্তম আদর্শের দিকে ডাকতে, তাদেরকে জাহান্নামের দাউ দাউ করে জ্বলা আগুণ থেকে বাঁচার পথ বলে দিতে, তাদেরকে জান্নাতের অনন্ত সুখের জীবন লাভ করার পথ দেখিয়ে দিতে।
এবার বলুন, আপনি কে ? কী আপনার পরিচয়?
ফিরতি বার্তায় যুবক লিখলোঃ
আমি তোমার মাধ্যমে সুন্দর, শ্রেষ্ঠ ও অনাবিল জীবনের সন্ধান পেলাম । ক্ষমা করো আমাকে আমার অমানিশাময় কলুষের জন্য। আর কামনা করছি, তোমার মতো নারী যেন সৃষ্টিকর্তা ঘরে ঘরে দান করে। ভালো থেকো বোন….!!
************
সবার উদ্দেশ্যে বলি…..
নারীকে সম্মান করুন ।
0 comments:
Post a Comment